মধ্যবর্তী নির্বাচনই সঙ্কট উত্তরণের পথ : এমাজউদ্দিন


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫

মধ্যবর্তী নির্বাচনই বর্তমান সঙ্কট উত্তরণের একমাত্র পথ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমদ। তিনি বলেন, মানুষ জেলে থাকলেও তাকে খাবার দেয়া হয়। কিন্তু বেগম খালেদা জিয়াকে খাবার দিতে দেয়া হচ্ছে না। তিনি তার কার্যালয়ে এক প্রকার বন্দী অবস্থায় রয়েছেন। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে অলি আহাদ স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

৫ জানুয়ারির নির্বাচন সম্পর্কে এমাজউদ্দিন আহমদ বলেন, এ নির্বাচনে যারা এমপি হয়েছেন তাদের লজ্জা হওয়া উচিত। তারা কিভাবে সংসদে প্রবেশ করেন সেটা ভাবতে আমার কষ্ট হয়। বতর্মান সঙ্কট সমাধান এবং মধ্যবর্তী নির্বাচন আয়োজনের জন্য তিনি সংলাপের জন্য সব দলে যারা ভাল লোক আছেন তাদের এগিয়ে আসার আহবান জানান।

একই অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, যারা বন্দুক ঠেকিয়ে গুলি করে মানুষ মারছে তাদের একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ৫ জানুয়ারির নির্বাচনকে ফোর-টুয়েন্টি মার্কা নির্বাচন আখ্যা দিয়ে তিনি বলেন, এ নির্বাচনই আজকের সঙ্কটের মূল কারণ। বর্তমান হরতাল অবরোধ সম্পর্কে মান্না বলেন, বিএনপি আর কি অবরোধ করছে, আমার শক্তি থাকলে এর চেয়েও বেশি অবরোধ পালন করতাম।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।