ঢাকায় ব্যস্ত মমতা


প্রকাশিত: ০৬:৪৯ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫

সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঢাকায় এসেই ব্যস্ত সময় পার করছেন। তিন দিনের সফরসূচির শুরুতে শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিদের সাথে তার মতবিনিময় করার কথা।

এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি বিকেল ৩টার দিকে যাবেন গণভবনে। সন্ধ্যায় ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে রাতে ভারতীয় হাই কমিশনার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

রাত ১২টার পরে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন মমতা ব্যনার্জী।

বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌছে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি সোনারগাঁও হোটেলে ওঠেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।