নরসিংদীতে দগ্ধ জাহিদের ঢাকায় মৃত্যু


প্রকাশিত: ০৫:৫৮ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫

নরসিংদীতে পেট্রলবোমায় দগ্ধ কাভার্ডভ্যান চালক জাহিদ হোসেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ই্উনিটে মারা গেছেন। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৯টায় সদর উপজেলার টঙ্গী-নরসিংদী মহাসড়কের ভাটপাড়ায় একটি পণ্যবাহী ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জাহিদসহ তিনজন দগ্ধ হয়েছিলেন।

আহতদের প্রথমে নরসিংদী হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শুক্রবার সকালে সেখানে মারা যান জাহিদ। জাহিদ চাঁদপুরের আলিমপাড়ার ওয়াসিম আহমেদের ছেলে।

এ ঘটনায় অপর আহত ব্যক্তিরা হলেন সহকারী চট্টগ্রামের ডাবলমুরিং এলাকার সেলিম মিয়া (৪০) ও প্রাণ-আরএফএল গ্রুপের নিরাপত্তা কর্মী মৌলভীবাজারের আলফু মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০)।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।