অনুমোদন পেল আরো ৫৪ ওমরাহ হজ এজেন্সি


প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১০ নভেম্বর ২০১৬

বাংলাদেশ থেকে আগামী বছর ওমরাহ ভিসায় হাজি পাঠানোর দ্বিতীয় দফায় আরো ৫৪টি ওমরাহ হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বুধবার ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব (হজ ২) এ কে এম শহীদুল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

এ নিয়ে ওমরাহ ভিসায় হজে পাঠানোর জন্য মোট ২২৮টি এজেন্সিকে অনুমোদন দিলো ধর্ম মন্ত্রণালয়। এর আগে গত ১৭ অক্টোবর প্রথম দফায় ১৭৪টি ওমরাহ এজেন্সিকে অনুমোদন দেয়া হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অনুমোদনপ্রাপ্ত এজেন্সিগুলো ধর্ম মন্ত্রণালয়ের চাহিদা অনুসারে হালনাগাদ নবায়নকৃত ট্রাভেল লাইসেন্সের কপি, নবায়নকৃত ট্রেড লাইসেন্সের কপি, ২০১৬-১৭ সালের আয়কর সনদের কপি, চলমান ওমরাহ লাইসেন্সের মূল কপি, আইএটিএ সনদপত্রের কপি দাখিল করে। পরে এসব যাচাই-বাছাই করে ১৭৪ এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়েছে।

এমইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।