৩ মাসে আরো ১২ আধুনিক পাবলিক টয়লেট


প্রকাশিত: ১২:১৭ পিএম, ১০ নভেম্বর ২০১৬

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন স্থানে আগামী ৩ মাসের মধ্যে আরো ১২টি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে অবস্থিত ইসলামিয়া চক্ষু হাসপাতাল সংলগ্ন পার্কে আধুনিক পাবলিক টয়লেটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফার্মগেট ছাড়াও মহাখালীর ওয়াসা পাম্প সংলগ্ন স্থানে একটি এবং শ্যামলী শিশু পার্কের ভেতরে আরো একটি আধুনিক টয়লেট চালু করা হয়েছে। কর্পোরেশনের কর্মকর্তারা জানান, ডিএনসিসির তত্ত্বাবধানে ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় এবং এইচ অ্যান্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে এ যাবত ৯টি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে।

নগরীর গুরুত্বপূর্ণ স্থানে নির্মিত এসব পাবলিক টয়লেটে নারী, পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য পৃথক কক্ষ, লকার, হাত ধোয়ার জায়গা এবং বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ এবং সিসি ক্যামেরাসহ পেশাদার পরিচ্ছন্ন কর্মী এবং নারী কেয়ারটেকারও নিয়োজিত থাকবে।

নগর স্বাস্থ্য রক্ষায় যথাযথভাবে পাবলিক টয়লেট ব্যবহার নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা এবং ওয়াটার এইড বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির ধারাবাহিকতায় এ টয়লেটগুলো নির্মাণ করা হচ্ছে। এছাড়া রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট সংস্কার করেছে ওয়াটার এইড বাংলাদেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম, প্রধান প্রকৌশলী ব্রি. জেনারেল মো. সাঈদ আনোয়ারুল ইসলাম, গ্রে-অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং কান্ট্রি হেড সৈয়দ গাওসুল আলম শাওন, ওয়াটার এইড বাংলাদেশের দেশীয় প্রতিনিধি ড. মো. খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএস/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।