মত প্রকাশে বাধা সহ্য করা হবে না : জন কেরি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫০ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশের মতো গণতান্ত্রিক দেশে সাধারণ জনগণের ওপর হামলা এবং রাজনৈতিক মত প্রকাশে বাধা সৃষ্টি করা কোনোভাবেই সহ্য করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ সময় তিনি চলমান সহিংসতা শান্তিপূর্ণ উপায়ে বন্ধের জন্য সরকারের প্রতি আহবান জানান।

ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা বিশাল দেশাইও উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, শ্রমিকদের অবস্থা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। কৌশলগতভাবে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ উল্লেখ করে জন কেরি বাংলাদেশের মৌলিক স্বাধীনতা রক্ষার আহবান জানান।

এর আগে এক সংক্ষিপ্ত বৈঠকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানের আহবান জানান। সহিংসতা ও জঙ্গিবাদবিরোধী সম্মেলন চলাকালে এক সাইডলাইন বৈঠকে বান কি মুন এ আহবান জানান।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।