গণমাধ্যমের কাজ বস্তুনিষ্ঠতা, ভারসাম্য রক্ষা নয় : তথ্যমন্ত্রী


প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণমাধ্যমের কাজ বস্তুনিষ্ঠতা, ভারসাম্য রক্ষা নয়। আগুন-সন্ত্রাসীদের হাতের পুতুল বেগম খালেদা জিয়া এবং এদের দমনকারী শেখ হাসিনাকে একপাল্লায় মাপা উচিত নয়।

বৃহস্পতিবার অপরাহ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সভাকক্ষে সাংবাদিক ও শিক্ষক সামিয়া রহমানের ‘গণমাধ্যমের চাণক্য কৌশল’ ও ‘স্বপ্ন-বাণিজ্যে লক্ষ্মীপুষ্প’ দুটি গ্রন্থের প্রকাশনা উৎসবে এ কথা বলেন।

দেশের কবি-লেখক-সাহিত্যিক ও সংস্কৃতিসেবীদের আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, তালেবান, আইএস জঙ্গিদের মতই আগুন-সন্ত্রাসীরা যুগে যুগে গণমাধ্যম, কবি, লেখক ও শিল্পীদের শত্রু।

মন্ত্রী বলেন, নিরপেক্ষতার নামে তথাকথিত ভারসাম্য রক্ষা গণমাধ্যমের কাজ নয়। উগ্রবাদীদের বিজ্ঞাপন প্রচার, মিথ্যাচার, উস্কানি, বিশেষ উদ্দেশ্য সাধনে প্রভাব বিস্তার বা রাজনৈতিক পক্ষপাতিত্ব জড়িয়ে পড়াও গণমাধ্যমের কাজ নয়।

এ প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, আওয়ামী লীগ ও বিএনপিকে একপাল্লায় মাপা ঠিক নয়। কারণ, আওয়ামী লীগ রাজাকার-যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে আর বিএনপি রাজাকার-যুদ্ধাপরাধীদের পক্ষে।

এরপর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একুশে বইমেলার নজরুল মঞ্চে কবি লিটন আব্বাসের ‘বেনেবউ’ ও ‘ঝরোকায় আদল ভাঙ্গা রোদ’ এবং কবি মুজিব আলমের কাব্য গ্রন্থ ‘অস্তিম ইচ্ছের ধূপ’-এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।