রাত ৯টায় ঢাকা আসছেন মমতা


প্রকাশিত: ০২:১১ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার রাত ৯টায় এয়ার ইন্ডিয়া বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছবেন। বিমান বন্দরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতের এই মুখ্যমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে আসছেন কলকাতার চলচ্চিত্র ও সংগীত জগতের একঝাঁক জনপ্রিয় তারকা। তাদের মধ্যে রয়েছে- কলকাতা চলচ্চিত্রের নায়ক প্রসেনজিৎ, তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও নায়ক দেব, নায়িকা মুনমুন সেন এবং সংগীতশিল্পী কবির সুমন ও নচিকেতাসহ আরো অনেকে।

সফরের সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা। তার এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে, ঝুলে থাকা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন হওয়ার পথ সুগম হবে।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।