শাহজালালে অবৈধ ওষুধ উদ্ধার


প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিএইচএল কুরিয়ার সার্ভিসের চার কার্টুনে থাকা ২৪ কেজি অবৈধ বিদেশি ওষুধ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার বিকেলে ওষুধগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (এসি) উম্মে নাহিদা আক্তার।

তিনি জানান, অবৈধ ওষুধগুলো থাই এয়ারের টিজি-৩২১ ফ্লাইটে করে ব্যাংকক থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। উদ্ধার হওয়া ওষুধের আমদানির কোনো অনুমতি ছিল না।

উল্লেখ্য, ডিএইচএল কুরিয়ার সার্ভিসের নামে এ রকম অবৈধ ওষুধ প্রায়ই বিমানবন্দরে ধরা পড়ছে। তারা দেশে এ ধরনের অবৈধ ও সেবন অযোগ্য ওষুধ আমদানি করছে বলেও অভিযোগ রয়েছে। এর আগে, বুধবার ডিএইচএল ক্যুরিয়ার সার্ভিসের ২৩ কেজি অবৈধ বিদেশি ওষুধ উদ্ধার করা হয়। বিভিন্ন ধরনের ট্যাবলেট, ইনজেকশন, হাড়ের ক্ষয়রোধকারী বিভিন্ন ট্যাবলেট।

জেইউ/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।