হাজারিবাগে বোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ১


প্রকাশিত: ০১:২৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর হাজারীবাগে ভাগলপুর লেনে বোমা তৈরির সময় বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় রাজু হোসেন (৩০) নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন।

হাজারীবাগ থানার ওসি মাইনুল ইসলাম জানান, ভাগলপুর লেনের দ্বিতীয় তলার একটি বাসায় বোমা বানানো হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমা তৈরিকারীরা তাড়াহুড়ো করায় বিস্ফোরণ হলে দুইজন দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়।

ওসি জানান, পরে পুলিশ ভবনটির ছাদে তল্লাশী শুরু করলে সেখানে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বোমার স্প্রিন্টারে পুলিশের তিন সদস্য আহত হন। তাদের উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই মোজাম্মেল হক জানান, বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তার নাম জানা যায় নি। অপরজন রাজু হোসেন হাসপাতালে চিকিৎসাধীন।

দগ্ধ রাজু জানান, বোমা বিস্ফোরণের সময় তার ছোট ভাই জিসান সঙ্গে ছিল। তবে মারা যাওয়া যুবক জিসান কিনা তা পুলিশ নিশ্চিত হতে পারেনি।

জেইউ/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।