ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচার বন্ধে রিট


প্রকাশিত: ০৯:২৪ এএম, ০৭ আগস্ট ২০১৪

বাংলাদেশে ভারতীয় তিনটি টিভি চ্যানেল সম্প্রচার সাত দিনের মধ্যে বন্ধের ব্যবস্থা নিতে নির্দেশ চেয়ে রিট হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দিষ্ট শাখায় রিটটি করা হয়।

টিভি চ্যেনেল গুলো হলো-  স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা। আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলী রিট আবেদনটি করে।

রিট আবেদনে সাত দিনের মধ্যে ওই তিনটি চ্যানেলের সম্প্রচার বন্ধে নির্দেশনা চাওয়ার পাশাপাশি নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করার আরজি জানানো হয়েছে। একই সঙ্গে ভারতীয় চ্যানেল বাংলাদেশে সম্প্রচার না করতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছে।

আগামী রোববার রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টে একটি দ্বৈত বেঞ্চে উপস্থাপন করা হবে। ২৪ ঘণ্টার মধ্যে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের বিষয়ে ৩ আগস্ট বিবাদীদের প্রতি আইনি নোটিশ পাঠিয়েছিলেন ওই আইনজীবী। কিন্তু সম্প্রচার বন্ধ না হওয়ায় জনস্বার্থে এ রিটটি করা হয়।

আবেদনে তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও আইজিপিকে বিবাদী করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।