ট্রাম্পকে রাষ্ট্রপতির অভিনন্দন
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, এক অভিনন্দন বার্তায় আবদুল হামিদ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি আশা করেন, ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি ও অগ্রগতির পথে এগিয়ে যাবে।
ট্রাম্পের শাসনামলে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো সম্প্রসারিত হবে বলেও আশা করেন রাষ্ট্রপতি।
এইচএস/জেএইচ/এমএস