মানুষ কীভাবে মানুষকে পুড়িয়ে মারে : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৬:৪৯ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটা গোষ্ঠী যড়যন্ত্র করে পেট্রলবোমা হামলা চালিয়ে মানুষ মেরে দেশে সহিংসতা সৃষ্টি করছে। সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে। তাদের কী দোষ? তাদের উপর কেন এ হামলা।

তিনি বলেন, আমরা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। ঠিক এই সময়ে খুব কষ্ট লাগে কীভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে পুড়িয়ে মারে। চারদিকে শুধু লাশ পড়ছে। এখন পর্যন্ত ৯৪ জন পুড়ে মারা গেছে।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিসরূপ দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হরতাল ও অবরোধের কারণে ১৫ লক্ষ এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না। যেদিন থেকে পরীক্ষা শুরু হবে সেদিন থেকে হরতাল দেওয়া শুরু হয়েছে। তাদের কী দোষ? যাদের হাতে বই তুলে দিচ্ছি তারা কেন পড়তে পারবে না?

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষাকে অবৈতনিক ঘোষণা করা করেন। বর্তমানে আমরা বিনামূল্যে বই প্রদান করছি। ১ কোটি ২১ লক্ষ শিক্ষার্থীকে প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত বৃত্তির ব্যবস্থা করেছি।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।