একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৬:০৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিসরূপ দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক তুলে দেন তিনি।

পদক প্রাপ্তরা হলেন মুক্তিযুদ্ধে অধ্যাপক মো. মজিবুর রহমান দেবদাস। বাংলা ভাষা ও সাহিত্যে অধ্যাপক দ্বীজেন শর্মা ও মুহম্মদ নূরুল হুদা।

শিল্পকলায় আব্দুর রহমান বয়াতি, এস.এ আবুল হায়াত ও এ.টি.এম শামসুজ্জামান। এদের মধ্যে মরণোত্তর পুরস্কার পেয়েছেন মরহুম আব্দুর রহমান বয়াতি।

শিক্ষাক্ষেত্রে ডা. এম.এ মান্নান ও সনৎ কুমার সাহা। গবেষণায় পুরস্কার পান আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া। সাংবাদিকতায় কামাল লোহানী এবং গণমাধ্যমে ফরিদুর রেজা সাগর।

এছাড়াও ঝর্নাধারা চৌধুরী, সত্যপ্রিয় মহাথের ও অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী পুরস্কার গ্রহণ করেন।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।