সারাদেশের পোশাক কারখানায় শ্রমিকদের ধর্মঘটের ডাক


প্রকাশিত: ০৭:৫৭ এএম, ০৭ আগস্ট ২০১৪

সারাদেশের সকল পোশাক কারখানায় শ্রমিক ধর্মঘটের ডাক দিয়েছে তোবা গ্রুপের শ্রমিক সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার তোবা গার্মেন্টস থেকে আন্দোলনরত শ্রমিকদের পুলিশ বের করে দিলে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম পরিষদের সমন্বয়ক মোশরেফা মীশু এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি সাংবাদিকদের বলেন, আমাদের গ্যাস ও টিয়ারশেল নিক্ষেপ করে কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে। এখন থেকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করবো।

এর আগে, দুপুর ১টার দিকে তোবা  গ্রুপের শ্রমিকদের বেতনা-ভাতার দাবিতে অন্য গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের লক্ষ্য করে রাবার বুলেট জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় থমথেমে পরিস্থিতি বিরাজ করবে। পুলিশ অভিযান পরিচালনা করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।