যুক্তরাজ্যে লেবার পার্টির মনোনয়ন পেলেন বাঙালি নারী মেরিনা


প্রকাশিত: ০৩:২১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

যুক্তরাজ্যের আগামী সাধারণ নির্বাচনে লন্ডনের বাকিংহাম আসন থেকে লেবার পার্টির মনোনয়ন পেয়েছেন বাঙালি কন্যা মেরিনা মাসুমা আহমেদ। পার্টির মোট ৪ জন প্রভাবশালী সদস্যের সঙ্গে  প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এই আসনে নির্বাচন করার টিকিট লাভ করেছেন। এই আসনে বর্তমানে এমপি হিসেবে রয়েছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি।

নির্বাচনে মেরিনা জয়লাভ করবেন বলে আশাবাদী। বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ নাগরিক দীর্ঘ ৩০ বছর ধরে লেবার পার্টির হয়ে এই আসনে কাজ করছেন। সম্প্রতি তার প্রার্থীতা নিশ্চিত হয়। আগামী ৭ মে যুক্তরাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
এবারের যুক্তরাজ্যের নির্বাচনে তিনটি প্রধান রাজনৈতিক দল থেকে সাত বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। এদের মধ্যে পাঁচজন লেবার পার্টি থেকে। একজন কনজারভেটিভ এবং একজন লিবারেল ডেমোক্রেটিস (লিব ডেম) পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন। লেবার পার্টির থেকে মনোনয়ন পাওয়া পাঁচজনের মধ্যে চারজনই নারী, এর মধ্যে ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি রুশনারা আলী এবং বঙ্গবন্ধুর নাতনী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকও রয়েছেন।

বর্তমান বিরোধী দল লেবার পার্টি থেকে মনোনয়ন পাওয়া অন্যরা হলেন- রূপা হক এবং আনওয়ার বাবুল মিয়া। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে লন্ডনের বার্কিংহাম আসন থেকে প্রার্থী হয়েছেন মিনা রহমান এবং লিব ডেম থেকে নর্দাম্পটন সাউথ আসনে মনোনয়ন পেয়েছেন প্রিন্স সাদিক চৌধুরী।
 
যুক্তরাজ্যে ক্ষমতাসীন দলের শক্তিশালী ঘাটি হিসেবে পরিচিত বাকিংহাম আসন থেকে মনোনয়ন পেলেও জয়লাভের ব্যাপারে ব্যাপক আত্মবিশ্বাসী মেরিনা। কারণ হিসাবে তিনি বলেন, গত ৫ বছরে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি বাকিংহামের উন্নয়নে কিছুই করেনি। উল্টো ধ্বংস করে দিয়েছে পুরো যুক্তরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। বেকারত্বের হার বেড়েছে। তরুণদের জন্য যুক্তরাজ্যে এখন ভয়াবহ দু:সময় চলছে। পুরো পাবলিক সার্ভিসই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
 
সম্প্রতি রাজধানীর বারিধারা ডিওএইচএস-এ তার বাসভবনে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন মেরিনা আহমেদ।
 
মেরিনা গত ৩০ বছর ধরে লেবার পার্টির সদস্য। নারায়নগঞ্জে জন্ম নেয়া মেরিনা আহমদ মা-বাবার সঙ্গে ৬ মাস বয়সে যুক্তরাজ্যে যান। মেরিনা পাবনার কৃতি সন্তান ডা. ইমরুল কায়েসকে বিয়ে করেন। রেবেকা (১৫) এবং এলিজা (৬) নামে তাদের দু`টি কন্যা সন্তান রয়েছে।
 
এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।