জামায়াতের বিচার হওয়া অপরিহার্য : আইনমন্ত্রী


প্রকাশিত: ০৭:০৯ এএম, ০৭ আগস্ট ২০১৪

দল হিসেবে জামায়াতের বিচার হওয়া অপরিহার্য বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রেজিস্ট্রেশন ম্যানুয়েলের ওপর আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
 
আনিসুল হক বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস-আইসিটি আইনের সংশোধনী আইনটি খুব শিগগিরই মন্ত্রিপরিষদে উপস্থাপন করা হবে। এ সংশোধনীতে দল হিসেবে জামায়াত ও তার সহযোগী সংগঠনগুলোর বিচার ও শাস্তির বিষয়ে সুনির্দিষ্ট বিধান সংযোজন করা হচ্ছে।

তিনি বলেন, ৪২ বছরের অধ্যায় শেষে আমরা নতুন অধ্যায়ে যাচ্ছি। জামায়াতের বিচার হলে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে।
 
যুদ্ধারপরাধীদের রায় বাস্তবায়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রায় দেয়া এবং বাস্তবায়ন ট্রাইব্যুনালের বিষয়। এটি আমার বিষয় নয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।