বিএনপির ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে পরোয়ানা


প্রকাশিত: ০২:২৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানী ঢাকার অদূরে সাভার থানায় করা গাড়ি ভাঙচুর ও যান চলাচলে বাধা দেয়া সংক্রান্ত দ্রুত বিচার আইনে দুটিমামলায় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান এবং ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার আদালত এ পরোয়ানা জারি করেন। একই সঙ্গে বিচারক আগামী ১২ মার্চ সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন।

জানা গেছে, বুধবার মামলার দুটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু আসামিরা আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবেদন না মঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, গত বছরের ১৩ নভেম্বর মামলা দুটিতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। এ মামলা দুটির একটিতে ৬৫ এবং অপরটিতে ২৪ জনকে আসামি করা হয়। ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধিন ১৮ দলের ডাকা অবরোধে সাভার থানার আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচলে বাধা দেয়া, ভাঙচুর ও জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগে মামলা দুটি দায়ের করা হয়। ওই বছরের ২৫ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করে পুলিশ।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।