ডিএসই’র একাডেমি ফি এখন অনলাইনে


প্রকাশিত: ০২:০০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)  ট্রেনিং একাডেমি বিভিন্ন ফি গ্রহকরা এখন থেকে অনলাইনে জমা দিতে পারবে। এ জন্য সহযোগিতা করবে পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রদানকারী কোম্পানি সূর্য্যমুখী লিমিটেড। বুধবার  ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সাঙ্গে সূর্য্যমুখী লি. এ সংকান্ত্র একটি চুক্তি সই হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  ডিএসই’র অফিসিয়্যাল ওয়েব সাইটের (www.dsebd.org/www.dse.com.bd) মাধ্যমে অন-লাইন পেমেন্ট সিস্টেম চালু করতে যাচ্ছে। আর এর ফলে গ্রাহকগন অনলাইন গেটওয়ের মাধ্যমে ডিএসই’র ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত ট্রেনিং এর জন্য রেজিষ্ট্রেশন ও ট্রেনিং ফি, পর্যায়ক্রমে ডিএসই’র ট্রেড ডাটা এবং বিভিন্ন তথ্যের জন্য প্রদেয় অর্থ ইত্যাদি তাদের ভিসা ও মাষ্টার কার্ড, ডিবিবিএল নেক্সাস কার্ড, ব্র্যাক ব্যাংক নেট ব্যাংকিং, ব্যাংক এশিয়া নেট ব্যাংকিং, বিকাশ, ডিবিবিএল মোবাইল ব্যংকিং, কিউ-ক্যাশ ব্যবহার করে প্রদান করতে পারবে।

ডিএসই’র মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব শেখ মোহাম্মদউল্লাহ, এফসিএস এবং সূর্য্যমুখী লিমিটেডের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক ফিডা হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. স্বপন কুমার বালা, এফসিএমএ, প্রধান রেগুলেটরী কর্মকর্তা এ. কে. এম জিয়াউল হাসান খান, এফসিএ, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাবরক্ষন) জীবন চন্দ্র দাস, এফসিএ, মহাব্যবস্থাপক (মার্কেট ডেভেলপমেন্ট) মো. ছামিউল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক ও আইসিটি বিভাগের প্রধান জনাব শাহীন সারওয়ার হোসেন, উপ-মহাব্যবস্থাপক (প্রকাশনা ও জনসংযোগ) মো. শফিকুর রহমান এবং সহকারী মহাব্যবস্থাপক (ওয়েব ডেভেলপমেন্ট)  মোহাম্মদ রেজাউর রহমান সূর্য্যমুখী লিমিটেডের টেকনিক্যাল ম্যানেজার মো. দিদারুল ইসলাম ভূঁইয়া ও প্রশাসন মিস শহিদা পারভিনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এসআই/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।