ইত্তেফাকের পঞ্চগড় প্রতিনিধির ইন্তেকাল


প্রকাশিত: ১১:২৪ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

দৈনিক ইত্তেফাকের পঞ্চগড় প্রতিনিধি ও পঞ্চগড় প্রেসক্লাবের স্থায়ী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা কাওছার আলী আর নেই। বুধবার বেলা পৌনে ১১ টায় পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বিকেল ৫ টায় নামাজে জানাজা শেষে পঞ্চগড় কেন্দ্রীয় গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। নামাজে জানাযায় গণমাধ্যমকর্মী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। তিনি দীর্ঘ তিন যুগের বেশী সময় ধরে দৈনিক ইত্তেফাকের পঞ্চগড় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে জেলার সংবাদকর্মীদের মাঝে শেকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, সাধারণ সম্পাদক সফিকুল আলম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পঞ্চগড় জেলা কমান্ডার মির্জা আবুল কালাম দুলালসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।