কামারুজ্জামানের পূর্ণাঙ্গ রায়ে বিচারকদের স্বাক্ষর
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত কামারুজ্জামানের রায়ে সই করেছেন বিচারকগণ। গত বছরের ৩ নভেম্বর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
এর সাড়ে তিন মাস পর বুধবার পূর্ণাঙ্গ রায়ে সই করলেন তারা। বেঞ্চের বাকি সদস্যরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
এখন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা এই রায় প্রকাশ করলেই সরকার সাজা কার্যকরের প্রক্রিয়া শুরু করতে পারবে। তবে আসামিপক্ষ পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনর্বিবেচনার (রিভিউ) জন্য আবেদন করতে পারবেন।
আপিল বিভাগের সর্বোচ্চ সাজার আদেশ হাতে পাওয়ার পর বিচারিক আদালত (ট্রাইব্যুনাল) কারাগারে মৃত্যু পরোয়ানা পাঠাবে। এরপর আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন।
তিনি স্বজনদের সঙ্গে দেখাও করতে পারবেন। ওই মৃত্যু পরোয়ানার ভিত্তিতেই সরকারের তত্ত্বাবধানে কারা কর্তৃপক্ষ সাজা কার্যকরের প্রস্তুতি নেবে। তবে রিভিউ আবেদন হলে তার নিষ্পত্তি হওয়ার আগে দণ্ড কার্যকর করা যাবে না।
একাত্তরে আল বদরের ময়মনসিংহ জেলা শাখা প্রধান কামারুজ্জামানকে গত বছর ৯ মে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের মধ্যে কামারুজ্জামান হলেন দ্বিতীয় ব্যক্তি, আপিল বিভাগে যার মামলার নিষ্পত্তি শেষে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হতে যাচ্ছে।
বিএ/এমএস