আজও বেতন দিচ্ছে বিজিএমইএ


প্রকাশিত: ০৫:৫৮ এএম, ০৭ আগস্ট ২০১৪
ফাইল ফটো

গতকালের মত আজ বৃহস্পতিবারও তোবা গার্মেন্টস শ্রমিকদের বেতন দিচ্ছে বিজিএমইএ। যদিও তারা বুধবার বলেছিল, ‘আজ (বুধবার) যারা বেতন সংগ্রহ করবেন না তাদের আর বেতন দেয়ার ব্যবস্থা করতে পারবে না বিজিএমইএ। কারখানা থেকেই তাদের বেতন নিতে হবে।’ তবে আজ তাদের এই অবস্থান থেকে সরে এসে কারওয়ান বাজার কার্যালয় থেকে শ্রমিকদের বেতন দেয়ার কথা ঘোষণা করেছে।

বুধবার সকাল থেকে অনেক নাটকীয়তার পর ‘কয়েক জন’ শ্রমিকের বেতন সংগ্রহ করেছেন বলে জানা গেছে। এদিন সকালে কারখানার ভেতর অনশনরত শ্রমিকদের তালাবন্ধ করে রাখা হয়। কারা তালা মেরে শ্রমিকদের আটকে রেখেছিল তা নিয়ে পুলিশ-শ্রমিকদের ছিল পাল্টাপাল্টি বক্তব্য।

শ্রমিকরা অভিযোগ করেন, যে চারটি তালা লাগানো হয় তার সবকটি নতুন এবং একই ধরনের। এ কাজ পুলিশের।

অন্যদিকে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, পুলিশ তালা লাগায়নি। শ্রমিকদের যে পক্ষ দুই মাসের বেতন নিতে চাইছে না তারা এই কাজ করেছে। যারা বেতন নিতে চান, তারা যেন বিজিএমইএ ভবনে বেতন নিতে যেতে না পারেন সে জন্য এ কাজ করা হয়েছে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।