র‌্যাব সদর দফতর পরিদর্শনে যাচ্ছেন আইজিপি


প্রকাশিত: ০২:১৫ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে যোগদানের পর এই প্রথমবারের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদর দফতর পরিদর্শনে যাচ্ছেন একেএম শহীদুল হক।

বুধবার সকাল ১১টায় র্যাব সদর দফতরে পৌঁছাবেন তিনি। সকাল সাড়ে ১১টায় গার্ড অব অনার প্রদান করা হবে তাঁকে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উয়িং এর সহকারি পরিচালক মাকসুদুল আলম।

তিনি জাগোনিউজকে বলেন, পুলিশ মহাপরিদর্শক হিসেবে যোগদানের পর প্রথমবারের মত র‌্যাব সদর দফতর পরিদর্শনে আসছেন একেএম শহীদুল হক। এ উপলক্ষ্যে র‌্যাব সদর দফতরের পক্ষ থেকে বর্নাঢ্য সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, মূলত র‌্যাব ও র‌্যাবের কর্মকান্ড সম্পর্কে তাঁকে অবহিত করা হবে। র‌্যাব ইতোপূর্বে কি কি কাজ করেছে, সফলতা, বর্তমানে র‌্যাবের কর্মকৌশল সম্পর্কে অবহিত করা হবে তাকে।

তিনি জানান, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, বিভিন্ন ব্যাটালিয়নের প্রধান (সিও), লিগ্যাল ও এন্ড মিডিয়া উয়িং এর পরিচালক, গোয়েন্দা ও অপারেশন শাখার প্রধানগণ উপস্থিত থাকবেন।

সফল এলিট ফোর্স হিসেবে র‌্যাকে কিভাবে আরও উন্নত করা যায় সে সম্পর্কে আইজিপি মহোদয় উপস্থিত র্যাব কর্মকর্তাদের পরামর্শ প্রদান করবেন। এরপর দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে মিডিয়ার কর্মীদের মুখোমুখি হবেন তিনি।

উল্লেখ্য, পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয় অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালনকারী একেএম শহীদুল হককে।

সিআইডি প্রধান মোখলেছুর রহমানকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে (চলতি দায়িত্বে) পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়।

একইদিনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদকে র‌্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ৭ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। ডিএমপি কমিশনার হিসেবে তাঁর স্থলাভিষিক্ত করা হয় হাইওয়ে রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান মিয়াকে।

গত বছরের ৩০ ডিসেম্বর মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। ৩১ ডিসেম্বর বিকেল থেকে এ আদেশ কার্যকর করা হয়।

নতুন আইজিপি একেএম শহীদুল হক ১৯৫৯ সালের ১ ফেব্রুয়ারি শরীয়তপুরে জন্মগ্রহণ করেন। ক্যাডার সার্ভিসে যোগদান করেন ১৯৮৬ সালের ২১ জানুয়ারি। অতিরিক্ত আইজিপি হিসেবে গ্রেড ওয়ানে পদোন্নতি পান ২০১৩ সালের ১৮ জুলাই।

জেইউ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।