ইউক্রেনে যুদ্ধ বিরতির মাঝেও তুমুল সংঘর্ষ
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দোনেৎস্কে যুদ্ধবিরতি সত্ত্বেও চলছে তুমুল সংঘর্ষ। গত সপ্তাহে বেলারুশের রাজধানী মিনস্কে দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতি চুক্তি হয়। রোববার থেকে ওই চুক্তি কার্যকরের কথা থাকলেও বাস্তবে কোনো পক্ষই তা মানছে না। খবর বিবিসি।
এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে একই স্থানে প্রথম যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। কিন্তু সে চুক্তিও যথাযথভাবে মানেনি কোনো পক্ষ। রাশিয়াপন্থী বিদ্রোহীরা দোনেৎস্কে দেবাল্টসেভ শহরের নিয়ন্ত্রণ নিতে মঙ্গলবার ব্যাপক হামলা শুরু করে। প্রতি পাঁচ সেকেন্ড পর পর একটি করে বিস্ফোরণের ঘটে। বিদ্রোহীরা দাবি করছে, তারা দেবাল্টসেভ শহর চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে এবং ইউক্রেন সেনাদের বের হওয়ার করিডর দেওয়ার প্রস্তাব দিয়েছে।
কিন্তু ইউক্রেন সেনাবাহিনী তাদের ওই দাবি নাকচ করেছে। তারা বলছে, শহরটি এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং দেবাল্টসেভ শহরের ভেতর থেকেই ইউক্রেন সেনারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টার সংঘর্ষে অন্তত পাঁচ সেনা নিহত ও বেশ কিছু আহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভ।
প্রসঙ্গত, এই দেবাল্টসেভ শহরের নিয়ন্ত্রণ নিয়ে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। কিন্তু মঙ্গলবারের সংঘর্ষ সবচেয়ে ভয়াবহ বলে গণমাধ্যমগুলো জানিয়েছে। এই শহরটি দেশটির একটি গুরুত্বপূর্ণ রেল বন্দর। সেইসঙ্গে শহরটি থেকে সরাসরি রাশিয়ার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা রয়েছে। ফলে কৌশলগত দিক থেকে শহরটি দুই পক্ষের কাছেই গুরুত্বপূর্ণ।
গত বছরের এপ্রিল মাসে রাশিয়াপন্থী বিদ্রোহীরা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রাজ্য লুহানস্ক ও দোনেৎস্কের বেশ কিছু এলাকার দখল নিয়ে স্বাধীনতা ঘোষণা করে। এরপর কিয়েভ সেনা অভিযান শুরু করলে শুরু হয় গৃহযুদ্ধ। এ পর্যন্ত পাঁচ হাজারের বেশী লোক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইউক্রেনের বিদ্রোহীদের সরাসরি সহযোগিতা করছে রাশিয়া। কিন্তু মস্কো সে অভিযোগ অস্বীকার করে আসছে।
এএইচ/পিআর