ধর্মঘটের পাশপাশি বিক্ষোভ করবে তোবা শ্রমিকরা
দুই মাস নয় একসঙ্গে তিন মাসের বেতন ও বোনাস আজ বৃহস্পতিবারের মধ্যে দিলে শনিবার দেশের সব গার্মেন্টস শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি। এছাড়া আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার সারাদেশে বিক্ষোভ সমাবেশেরও ঘোষণা দেয়া হয়েছে।
বাড্ডায় তোবা গ্রুপে অনশনরত সংগ্রাম কমিটির সমন্বয়ক মোশরেফা মিশু এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, আমাদের সংগ্রাম কমিটির অধিকাংশ নেতারা এখানে উপস্থিত রয়েছেন। বাকি যারা এখানে উপস্থিত হতে পারেননি তাদের সঙ্গে আমি সমন্বয়ক হিসেবে মোবাইল ফোনে কথা বলেছি। তারা আমাদের কর্মসূচিতে একমত হয়েছেন।
অনুপস্থিত নেতাদের বিষয়ে মিশু বলেন, আমাদের সংগ্রাম কমিটির বেশিরভাগ নেতাই পুলিশি ও সন্ত্রাসী হামলায় আহত। যারা এখানে আছেন তাদের নামতে দেয়া হচ্ছে না, আর কাউকে এখানে আসতেও দেয়া হচ্ছে না। কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, তোবা গ্রুপের শ্রমিকদের ৩ মাসের বেতন-বোনাসের দাবি আদায়ে আমরা এ কর্মসূচির ঘোষণা দিয়েছি। তারা (মালিকপক্ষ) বার বার শ্রমিকদের সঙ্গে প্রতারণা করছে। তারা ২ মাসের বেতন দিতে চাচ্ছে। শ্রমিকরা তিন মাস কাজ করে কেন ২ মাসের বেতন নেবে? তাদেরকে কেন পাওনা দেয়া হবে না? আামাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
উল্লেখ্য, তোবা গ্রুপের প্রায় ১৬শ শ্রমিকের তিন মাসের বকেয়া বেতন ও ঈদের বোনাস আদায়ের জন্য ঈদের আগের দিন থেকে বাড্ডা এলাকায় তোবা গার্মেন্টসের ভবন ঘেরাও করে অনশন কর্মসূচি শুরু করে শ্রমিকরা। সেই প্রেক্ষিতে সর্বশেষ বুধবার দুই মাসের বেতন দেয়ার প্রতিশ্রুতি দেয় বিজিএমইএ। তবে শ্রমিকরা বকেয়া তিন মাসের বেতন একসঙ্গে না পেলে আন্দোলন ও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছে।