নতুন গ্যাস সংযোগ দেয়া হবে না : বিপু


প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, সরবরাহ ও চাহিদার মধ্যে ঘাটতি থাকায় নতুন গ্যাস সংযোগ দেয়া হবে না। মঙ্গলবার জাতীয় সংসদে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাসের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, চাহিদার তুলনায় গ্যাসের ঘাটতি থাকায় নতুন এলাকায় গ্যাস সংযোগ দেয়া হবে না। বর্তমানে প্রতিদিন গ্যাসের চাহিদার তুলানায় সরবরাহে ঘাটতি রয়েছে ৫০০ মিলিয়ন ঘনফুট। গ্যাস উৎপাদন/সরবরাহ আংশিক বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন এলাকা বর্ধিত না করে, যেসব এলাকায় গ্যাস বিতরণ লাইন আছে শুধু সেসব এলাকায় স্ব স্ব বিতরণ কোম্পানির মাধ্যমে পর্যায়ক্রমে আবাসিকে গ্যাস সংযোগ দেয়া হবে।

বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের বিদ্যুৎ বিল মওকুফ করার পরিকল্পনা নেই।

তবে নিয়মিত আয়ের উৎস নেই ধর্ম মন্ত্রণালয়ের এমন তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মাসিক ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মন্ত্রণালয়ের মাধ্যমে পরিশোধ করা হয় বলে জানান তিনি।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।