রাজধানীর উত্তরখানে ৯০০ বোতল ফেন্সিডিলসহ আটক ১


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ৯০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসব উদ্ধার করে উত্তরখান থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরখান থানার ডিউটি অফিসার এসআই আসাদুজ্জামান সরকার। তিনি জাগো নিউজকে বলেন, উত্তরখান থানাধীন চাঁনপাড়া এলাকার শিপলু মিয়ার ভাটাটিয়ার বসত ঘরে বিপুল পরিমাণ ফেন্সিডিল রয়েছে -এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

এ সময় অভিযানে ৯০০ বোতল ফেন্সিডিলসহ শাহিন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক শাহিনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

জেইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।