দ. আফ্রিকার নতুন হাইকমিশনার সাব্বির আহমেদ


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে সাব্বির আহমেদ চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি মরিশাসের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিসিএস বৈদেশিক ক্যাডারের নবম ব্যাচে যোগ দেওয়ার মাধ্যমে সাব্বির আহমেদ চৌধুরী পেশাদার কূটনীতিক হিসেবে কাজ শুরু করেন। তিনি বাংলাদেশের পক্ষে বেইজিং, লন্ডন ও নিউইয়র্কে বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে তিনি তড়িৎ ও বৈদ্যুতিক প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক এ্যাডমিনিস্ট্রেশন থেকে ডিপ্লোমা কোর্স করেন। এ ছাড়া ২০০৭ সালে তিনি মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেন। বিবাহিত জীবনে তিনি দুই সন্তানের জনক।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।