আবারো হরতালের আওতায় পরীক্ষা, সিদ্ধান্ত বিকেলে
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট হরতালের সময় বাড়ানোয় আগামীকাল বুধবারের পরীক্ষা হবে কিনা, তা নিয়ে আবারো সংসয় দেখা দিয়েছে। এ বিষয়ে আজ (মঙ্গলবার) বিকেল চারটায় সিলেট সার্কিট হাউসে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বর্তমানে সিলেটে অবস্থান করছেন।
উল্লেখ্য, মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে চলমান হরতাল শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত বাড়ানোর কথা জানান। গত রোববার সকাল থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল ডেকেছিল বিএনপি জোট। সেই ৭২ ঘণ্টা শেষ হওয়ার আগেই হরতাল বাড়ানোর ঘোষণা এল।
আরএস/আরআই