বিদেশে যাওয়ার অনলাইনে নিবন্ধন বন্ধ : প্রবাসী কল্যাণমন্ত্রী


প্রকাশিত: ০৮:১০ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পদ্ধতিগত জটিলতার কারণে সৌদি আরবসহ বিভিন্ন দেশে যেতে শ্রমিকদের অনলাইনে নিবন্ধন আপাতত বন্ধ রয়েছে।

তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জেলা, উপজেলা, ইউনিয়নসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় ডিজিটাল সেন্টারের মাধ্যমে সারা বছরই নিবন্ধন করা যাবে। বুধবার প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, সৌদি আরবে যাওয়ার জন্য কোনো রকম নিবন্ধন প্রক্রিয়া চালু করা হয় নাই। মহিলা কর্মী নিয়োগের জন্যও কোনো নিবন্ধন চালু করা হয় নাই।

ডিমান্ড আসলেই আমাদের যে ৫ হাজার ইউনিয়ন তথ্য কেন্দ্র আছে তার মাধ্যমে রেজিস্ট্রেশন চালু করা হবে বলে জানান মন্ত্রী।

এআরএস/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।