বিমানে বিনোদনের ব্যবস্থা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স


প্রকাশিত: ০১:১২ পিএম, ০২ নভেম্বর ২০১৬

বাংলাদেশ এয়ারলাইন্সের (বিমান) বহরে যোগ হওয়া বি৭৮৭-৮ এর নতুন চারটি বিমানে যাত্রীদের বিনোদনে প্যানাসনিক এভিওনিকস কর্পোরেশনের সঙ্গে চুক্তি করেছে কর্তৃপক্ষ। যাত্রীদের আরামদায়ক সেবা দিতে বিমান কর্তৃপক্ষ নতুন এই বিমানের জন্য প্যানাসনিকের সঙ্গে ওই চুক্তি করেছে।

বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসাদ্দিক আহমেদ বলেন, আমাদের নতুন ফ্লাইট ৭৮৭-৮ এ অতিথিদের জন্য বাংলাদেশের সংস্কৃতি এবং ব্র্যান্ড তুলে ধরতে চাই।

তিনি বলেন, এজন্য বিমানের নতুন বহরে প্যানাসনিক কর্তৃপক্ষ প্রযুক্তিগত ও অন্যান্য সহায়তা নিশ্চিত করবে। আমরা প্যানাসনিকের সঙ্গে দীর্ঘসময় কাজ করতে চাই।

বাংলাদেশ এয়ারলাইন্সের ওই কর্মকর্তা বলেন, চুক্তিতে এই প্রথমবারের মতো বাংলাদেশ এয়ারলাইন্সের উড্ডয়নরত বিমানে বিনোদনের ব্যবস্থা রয়েছে। আমাদের নতুন বি৭৮৭-৮ এর চারটি বিমানে উচ্চ ক্ষমতাসম্পন্ন পর্দা, টাচ স্ক্রিন হ্যান্ডসেট এবং যাত্রীদের জন্য ‘হোম থিয়েটারের’ ব্যবস্থা থাকবে।  

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।