শাহজালালে ৭ কেজি গাঁজা উদ্ধার


প্রকাশিত: ০১:২৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ। সোমবার দুপুরে বহির্গমনের ৬ নম্বর গেটের পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত ব্যাগ থেকে ওই গাজা উদ্ধার করে কাস্টমসের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস বিভাগের যুগ্ম কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন।

তিনি জানান, পার্শ্ববর্তী কোনো দেশে পাচারের উদ্দেশ্যে গাঁজাগুলো আনা হয়েছিলো। গোপন সূত্রে পাওয়া খবরে কাস্টমস কর্তৃপক্ষ গাজাগুলো উদ্ধার করে। তবে কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা পালিয়ে গেছেন।

তিনি আরো জানান, উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক দেড় লাখ টাকা। গাঁজাগুলো উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেইউ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।