বুধবার জন কেরির সঙ্গে মাহমুদ আলীর বৈঠক


প্রকাশিত: ১১:০২ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে আগামী বুধবার (১৯ ফেব্রুয়ারি) দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। উগ্রবাদের বিরুদ্ধে হোয়াইট হাউজের এই সম্মেলনে অংশ নিতে জন কেরির আমন্ত্রণে মঙ্গলবার ঢাকা ছাড়বেন তিনি। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, হোয়াইট হাউসের আয়োজনে সম্মেলনের পাশাপাশি দুই দেশের মন্ত্রীর এ বৈঠক হবে।
সাম্প্রতিক সময়ে অটোয়া, সিডনি ও প্যারিসে উগ্রপন্থি হামলার ঘটনার প্রেক্ষাপটে বুধ ও বৃহস্পতিবার এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয় থেকে আরো জানা যায়, দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলোও দুই মন্ত্রীর আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটিই হবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম যুক্তরাষ্ট্র সফর।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।