ঢাকেশ্বরী মন্দির ব্যবহারে নিষেধাজ্ঞা


প্রকাশিত: ০৮:২৭ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর ঢাকেশ্বরী মন্দির বাণিজ্যিক কাজে ব্যবহার করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। রবিবার দুপুর সোয়া ১২টায় এ আদেশ জারি করা হয়।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নিষেধাজ্ঞা জারি করেন।

আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।