বার্ন ইউনিট পেল বিএসএমএমইউ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চালু করা হলো ১০ বেডের একটি বার্ন ইউনিট। রোববার সকালে হাসপাতালের কেবিন ব্লকের নিচতলায় এ ইউনিট উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধ রোগীদের চিকিৎসায় নিয়োজিত থাকবে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। এখানে রয়েছে প্রশিক্ষিত নার্স এবং কর্মচারী।
ইউনিটটিতে তিনটি শিফটে রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেবে। বিনামূল্যে এ চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মজিদ ভূঁইয়া প্রমুখ।
বিএ/এমএস