চিকিৎসকের অবহেলায় মৃত্যু : আসছে নতুন আইন


প্রকাশিত: ০৪:১৯ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হলে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কঠোর আইনের বিধান রেখে একটি বিশেষ আইন প্রণয়নের কাজ করছে বাংলাদেশ আইন কমিশন। বর্তমানে এ আইনের বিষয়ে চিকিৎসকসহ সর্বস্তরের মানুষের মতামত গ্রহণের কাজ চলছে।

অবহেলায় রোগীর মৃত্যু হলে দেশের প্রচলিত আইনে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কিছু বিধান রয়েছে।এ বিধানের আওতায় আজ পর্যন্ত কোন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে এমন নজিরও নেই। এমন প্রেক্ষাপটে কঠোর শাস্তির বিধান রেখে রোগী এবং চিকিৎসক সুরক্ষা আইন নামে একটি বিশেষ আইন প্রণয়নের কাজ করছে আইন কমিশন।

বিশেষজ্ঞরা মনে করেন, চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর ঘটনা দিন দিন বেড়ে যাওয়ায় বিশেষ আইন আবশ্যক। এছাড়া চিকিৎসাধীন কোন রোগী মারা গেলে, মৃত্যুর কারণ খতিয়ে দেখতে প্রতি হাসপাতালে মৃত্যু পর্যবেক্ষণ কমিটি থাকলে এ হার কমে আসবে বলেও মনে করেন তারা।

একজন শারীরিক অসুস্থ এবং মৃত্যুপথযাত্রী রোগীর ভরসার মানুষ চিকিৎসক। যে ডাক্তার সবটুকু দিয়ে রোগীকে স্বাভাবিক জীবনে ফিরে আনবেন এমনটাই মনে করা হয়। তবে কিছু চিকিৎসক অবহেলার কারণে যখন রোগীর মৃত্যু হয় তখনি সংকটে পড়ে এ মহান পেশা।

গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, প্রতিটি হাসপাতালে যত মৃত্যু হয় তার অডিট হওয়া প্রয়োজন। চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সমঝোতা রাখা অত্যাবশ্যকীয়।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।