ব্যাটিং বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকা


প্রকাশিত: ০২:৫৬ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

রোববার হ্যামিল্টনের সেডন পার্কে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ ওভার শেষে ৪ উইকেটে হারিয়ে তাদের সংগ্রহ ১০২ রান।

এর আগে ব্যাট করতে নেমে মাত্র ২১ রানের মধ্যে দুই ওপেনার কুইন্টন ডি কক আর হাশিম আমলার উইকেট হারিয়ে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় উইকেটে ডু প্লেসিস আর ডি ভিলিয়ার্স ৪৬ রানের জুটি করে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। এরপর ২৪ রান করে ডু প্লেসিস আর ২৫ রানে ডি ভিলিয়ার্স আউট হলে আবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিশ্বকাপের অন্যতম ফেভারিট এই দলটি। মিলার ১৯ আর ডুমিনি ৯ রান নিয়ে ব্যাট করছে।জিম্বাবুয়ের পক্ষে চাতারা, পানিয়াঙ্গারা,  চিকুম্বুরা, কামুনগোজি নিয়েছেন ১টি করে উইকেট।

দক্ষিণ আফ্রিকা দল: কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফ্যাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স,  ডেভিড মিলার, জেপি ডুমিনি, ফারহান বেহারডিয়েন, ভ্যারন ফিলান্ডার, ডেল স্টেইন,  ইমারন তাহির ও মরনে মরকেল।

জিম্বাবুয়ে দল: চামু চিবাবা, সিকান্দার রাজা, হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেলর, শিন উইলিয়ামস, ক্রেইগ আরভিন, এলটন চিগম্বুরা, সোলোমন মায়ার, তিনাশে পানিয়াঙ্গারা,  তেনদাই চাতারা ও তাফাদজাওয়া কামুনগোজি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।