সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বার্নিকাটের সাক্ষাৎ


প্রকাশিত: ১১:০৯ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শনিবার সন্ধ্যায় সাক্ষাৎ করবেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট। জাতীয় সংসদ ভবনে সন্ধ্যা ৭টার দিকে এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়ে ঢাকা আসার পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটি বার্নিকাটের প্রথম সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব নূর এ এলাহী চৌধুরী মিনা এ তথ্য নিশ্চিত করেছেন।
 
জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে রাষ্ট্রীয় বাংলাদেশ টেলিভিশন ছাড়া অন্য কোনো গণমাধ্যমের প্রবেশাধিকার থাকছে না। বিরাজমান রাজনৈতিক সংস্থার মধ্যে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এর আগে রাষ্ট্রপতি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সচিবের কাছে পরিচয় পেশ করেন তিনি। এ সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও উঁচুতে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।  

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।