সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই : শেখ হাসিনা


প্রকাশিত: ১০:৩০ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

সন্ত্রাসী আর জঙ্গিবাদীদের কোনো ধর্ম নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ তরিকত ফেডারেশনের সুফী সম্মেলনে তিনি এ কথা বলেন।

বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ২০১৩ সালে নির্বাচন ঠেকানোর নামে প্রায় দুই`শ জনের মতো মানুষ হত্যা করেছে। আর এই কয়েকদিনে উনি হরতাল-অবরোধ দিয়ে মানুষ হত্যা করছেন।

তিনি আরও বলেন, উনি (খালেদা জিয়া) বিচারের মুখোমুখি হতে ভয় পান। তার ভেতরে যদি সততা থাকতো, আত্মবিশ্বাস থাকতো তাহলে তিনি বিচারের মুখোমুখি হতেন। কিন্তু তা তিনি হবেন না। মানুষ পুড়িয়ে মেরে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চান যে এ দেশের গণতন্ত্র ধ্বংস হবে। কিন্তু উনি তার চোরা টাকা রক্ষা করতে চান।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।