লিও ক্লাবের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা


প্রকাশিত: ০৯:৩৪ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

কম্বল ও উষ্ণ কাপড় বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হল “লিও ক্লাব অব ঢাকা কারওয়ান বাজার” এর ২০১৫ সালের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম । এ উপলক্ষ্যে সম্প্রতি লায়ন্স ক্লাবে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন ডঃ এম, এ, হালিম পাটওয়ারী, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন এ, কে, এম, গোলাম ফারুক, কনভেনশন সেক্রেটারি লায়ন মোঃ নজরুল ইসলাম শিকদার এবং গেস্ট অফ অনার ছিলেন কবি নজরুল অ্যাকাডেমি এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ মেহেদী হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি মানুষও যেন শীতের কাপড়ের অভাবে না থাকে সে লক্ষ্যেই আমাদের পথচলা। ক্লাবের সকল লিওবৃন্দের নিবেদিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা নিয়মিত দুঃস্থদের পাশে এসে দাঁড়াচ্ছি। সমাজের সর্বস্তরের মানুষকে যার যার অবস্থান থেকে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াবার আহবান জানাচ্ছি।”

এআরএস/আরআই


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।