রোববারের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত বিকেলে
চলমান অবরোধ ও দফায় দফায় হরতালের ডাক দেওয়ায় বারবার পেছানো হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট রোববার থেকে আবারও ৭২ ঘণ্টার হরতাল আহবান করায় ওইদিনের পরীক্ষা নেয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে আজ বিকেলে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিকেল ৪টায় রাজধানীর হেয়ার রোডের বাসভবনে এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোল্লা আহমদ কুতুব-বুদ-দ্বীন এ তথ্য নিশ্চিত করেছেন।
চলমান অবরোধের পাশাপাশি রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত এই হরতালের ডাক দেওয়া হয়েছে। শনিবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এই হরতালের ঘোষণা দেন।
রোববার এসএসসিতে গণিত (আবশ্যিক), দাখিলে ইংরেজি (অনিয়মিত পরীক্ষার্থীদের) ও ইংরেজি প্রথম পত্র, কারিগরিতে রসায়ন বিজ্ঞান-২ (১৯২৬) ও রসায়ন বিজ্ঞান-২ (৮১২৬) এবং দাখিল করিগরিতে রসায়ন বিজ্ঞান-২ (১৭২৬) ও রসায়ন বিজ্ঞান-২ (৮৫২৬) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
হরতালের কারণে গত বৃহস্পতিবার পর্যন্ত এসএসসি ও সমমানের বিভিন্ন বিষয়ে মোট ৩৭টি পরীক্ষা পেছানো ও স্থগিত করা হয়েছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৭০ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে ১০ লাখ ৩৮ হাজার ৩৮৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৩৫ হাজার ৭৪৮ ও কারিগরিতে ৯৬ হাজার ২১০ জন পরীক্ষার্থী রয়েছে।
বিএ/পিআর