খুলে দেয়া হয়েছে তোবার তালা


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ০৬ আগস্ট ২০১৪

রাজধানীর উত্তর বাড্ডার হোসেন মার্কেটের তোবা গার্মেন্টেস এর তালাবদ্ধ প্রধান ফটক খুলে দেওয়া হয়েছে। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে গার্মেন্টেসের তালা খুলে দেয়া হয়। পরে সেখানে শ্রমিকদের অনশনে বহিরাগত লোকজন আছে দাবি করে ভবনের ভেতরে পুলিশ প্রবেশ করেছে।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগঠক মঞ্জুর মইন জানিয়েছেন, পুলিশ তাকে জোর করে কারখানার ভেতর থেকে বের করে দিয়েছে। পুলিশ তাকে বলেছে, তিনি বহিরাগত। তিনি শ্রমিকদের সঙ্গে কারখানার ভেতরে থাকতে পারবেন না।

অনশনরত শ্রমিকদের একটি অংশ বলছে, তারা আজ বুধবার মজুরি আনতে যাবে। অন্য অংশ বলছে, তারা সিদ্ধান্ত নিতে পারছে না।

অন্যদিকে কারখানার ভেতরে থাকা তোবার অনশনরত কয়েকজন শ্রমিক জানিয়েছেন, দুই মাসের মজুরি নিতে আজ (বুধবার) তারা বিজিএমইএ ভবনে যাবেন না। তাই তাদের আটকে রাখা হয়েছে। তারা একসঙ্গে বকেয়া তিন মাসের বেতন-ভাতা চান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।