রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিশু হত্যা
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মেয়েটির বাবা-মা শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
এ ঘটনায় শিশুটির সৎ বাবা সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ। তবে শিশুটির মা শাহিদা বেগম পলাতক রয়েছেন। পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, বেলা ১টার দিকে শিশুটিকে সোহরাওয়ার্দী উদ্যানে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গলার বাম দিকে নখের আঘাতের চিহ্ন রয়েছে।
জানা গেছে, একটি মেয়ে শিশুকে নিয়ে শাহিদা বেগম ৪দিন আগে সাইফুলকে বিয়ে করেন। তারা সোহরাওয়াদী উদ্যানে ভাসমান অবস্থায় বসবাস করতেন।
বিএ/এমএস