মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে ককটেল, আহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৬ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর মোহাম্মদপুর যাত্রীবাহী একটি বাসে ককটেল বিস্ফোরণে তিনযাত্রী আহত হয়েছেন। শনিবার ভোর ছয়টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।  আহতরা হলেন-মোজাম্মেল, নুরুল ইসলাম ও হিরা মিয়া।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, আহতরা ভোরে সদরঘাট থেকে গাবতলীগামী একটি বাসে করে যাচ্ছিলেন। পথে মোহাম্মদপুর বেড়িবাঁধ লোহার গেট সংলগ্ন এলাকায় চলন্ত বাসে দুবৃত্তরা ককটেল ছুড়ে মারলে তারা আহত হন।

তিনি আরও জানান, মোজাম্মেলের পিঠে ও হাতে স্প্লিণ্টার বিদ্ধ হয়েছে, নুরুল ইসলামের ডান হাতের বাহুতে এবং হিরা মিয়ার মুখে আঘাত লেগেছে। তাদের ঢ‍ামেকে ভর্তি করা হয়েছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।