বিজিবি প্রহরায় ৭৭ হাজার ৫শ’ যানবাহন চলাচল
পুলিশ ও র্যাবকে সাথে নিয়ে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ নিরাপত্তা প্রহরায় দেশের বিভিন্ন এলাকা হতে প্রায় ৭৭ হাজার ৫শ’ টি বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল করেছে।
গত শনিবার সন্ধ্যা ৬টা হতে ১৮ জানুয়ারি রোববার সকাল ৬টা পর্যন্ত এসব যানবাহন চলাচল করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি হেডকোয়ার্টারের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা।
তিনি জাগোনিউজকে জানান, বিজিবি পুলিশ সদস্যদের সাথে বিশেষ নিরাপত্তা দিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে ৭৭ হাজার ৪৪৭ টি বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলে সাহায্য করেছে।
এসময় রাস্তায় বেশ কয়েকটি বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান গাড়ীর সামনে ও পেছনে বিজিবি’র টহল গাড়ী মোতায়েন করা হয়।
১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা হতে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় বিজিবি, পুলিশ ও বিজিবি নিরাপত্তা প্রহরায় দেশের বিভিন্ন এলাকায় নিম্নবর্ণিত রুটে গমন করেছে কক্সবাজার-চট্টগ্রাম ৮১৪ টি, চট্টগ্রাম-কুমিল্লা-ঢাকা ১১,৮৮০ টি, রাজশাহী-বগুড়া-বঙ্গবন্ধু সেতু-ঢাকা ১১,৯১১ টি, ঠাকুরগাঁও-দিনাজপুর-রংপুর-বঙ্গবন্ধু সেতু-ঢাকা ৯,২৭৯ টি, সিলেট-ঢাকা ৪,২০৩ টি, ময়মনসিংহ-ঢাকা ৫৬৮ টি, ফেনী-কুমিল্লা-ব্রাক্ষ্মণবাড়ীয়া-ঢাকা ১১,৩২৭ টি, খুলনা/সাতক্ষীরা/যশোর-দৌলতদিয়া-ঢাকা : ৫,৩৯২ টি, যশোর/চুয়াডাঙ্গা-কুষ্টিয়া-লালনশাহ সেতু-ঢাকা ৫,০০০ টি, বঙ্গবন্ধু সেতু-ঢাকা ৩,৬৪৫ টি, পাটুরিয়া-ঢাকা ৪,৪৫০ টি, মাওয়া-ঢাকা ৩,২০৫ টি, কাঁচপুর ব্রীজ-ঢাকা ৪,৫৪৬ টি।
একই সময়ে ২৪ ঘন্টায় বিজিবি’র নিরাপত্তা প্রহরায় দেশের বিভিন্ন স্থানে ১,২২৭ টি তেলবাহী ট্যাংকার চলাচল করেছে বলে জানান তিনি।
জেইউ/এআরএস/আরআইপি