মুম্বাইয়ে গেলেন শিরীন শারমিন


প্রকাশিত: ০৩:১৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ওয়ার্ল্ড ওমেন লিডারশিপ কংগ্রেস এন্ড অ্যাওয়ার্ড (ডব্লিউডব্লিউএলসিএ) অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে শুত্রবার দুপুরে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী।

এ সময় স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন। সফরশেষে আগামী ১৫ ফেব্রুয়ারি স্পিকার ঢাকায় ফেরার কথা রয়েছে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।