বইমেলায় ককটেল বিস্ফোরণ


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

বাংলা একাডেমির অমর একুশে বইমেলা প্রাঙ্গণে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টা ৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক মানিক মোহাম্মদ জানান, রাত ৮টার দিকে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মেলায় আসা দর্শনার্থীরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন।

পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তল্লাশি চালায়। তবে কাউকে আটক করতে পারেননি তারা।

এদিকে একই সময়ে বইমেলার পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটায় তা জানা যায়নি।

এমএম/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।