সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি


প্রকাশিত: ০১:৪১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশের সিংহভাগ বাণিজ্যিক কর্মকাণ্ড সমুদ্রপথে পরিচালিত হয় উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, নিরাপদ সমুদ্র প্রতিষ্ঠা ও সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

বাংলাদেশ কোস্টগার্ডের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি একথা বলেন। মো. আবদুল হামিদ কোস্টগার্ড-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘কোস্টগার্ড দিবস-২০১৫’ উপলক্ষে এই বাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বাণীতে তিনি বলেন, সকলের প্রত্যাশা জাতীয় জলসীমা ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা বিধানে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যগণ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্বপালন করে যাবেন।

রাষ্ট্রপতি বলেন, কোস্টগার্ড জাতীয় জলসীমা ও উপকূলীয় অঞ্চলে জলদস্যুতা দমন, অবৈধ চোরাচালান রোধ, মৎস্য, তেল, গ্যাস ও বনজ সম্পদ রক্ষাসহ পরিবেশ দূষণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এর পাশাপাশি এ প্রতিষ্ঠানটি সমুদ্রবন্দরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে যাচ্ছে। এছাড়াও কোস্টগার্ড প্রাকৃতিক দুর্যোগকালে উপকূলীয় এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্য পরিচালনা করে দেশ ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী আমরা বঙ্গোপসাগরে সুবৃহৎ অর্থনৈতিক এলাকা এবং মহীসোপানে অর্থনৈতিক ও আইনগত অধিকার লাভ করেছি। সমুদ্রের অনুন্মোচিত প্রাকৃতিক ও খনিজসম্পদ বাংলাদেশের জাতীয় উন্নয়নে অত্যন্ত সম্ভাবনাময় উপাদান।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে কোস্টগার্ডের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।