খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়লো


প্রকাশিত: ০৭:৫১ এএম, ২৪ অক্টোবর ২০১৬

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা সর্বোচ্চ ১৫০ শতাংশ বাড়িয়ে ‘খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা, ২০১৬’ এর খসড়া এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমানে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজার থেকে ৩০ হাজার টাকা, বীর-উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মানী ১০ হাজার থেকে ২৫ হাজার, বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মানী আট হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার, বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা ছয় হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে।

অন্যান্য মুক্তিযোদ্ধার মধ্যে ‘এ’ শ্রেণির মুক্তিযোদ্ধাদের ভাতা ৩০ হাজার থেকে ৪৫ হাজার, ‘বি’ শ্রেণির ২০ হাজার থেকে ৩৫ হাজার, ‘সি’ শ্রেণির মুক্তিযোদ্ধাদের ১৬ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার, ‘ডি’ শ্রেণির মুক্তিযোদ্ধাদের ভাতা ৯ হাজার ৭০০ থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।

শহীদ পরিবারের সদস্যদের মাসিক ভাতা ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা করা হয়েছে। এছাড়া মৃত যুদ্ধাহত পরিবারের সদস্যদের ভাতা ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।

সাত বীরশ্রেষ্ঠ শহীদ পরিবারের ভাতা ২৮ হাজার থেকে ২৫ শতাংশ বাড়িয়ে ৩৫ হাজার টাকা এবং তারামন বিবির ভাতা ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। কেউ দুটি ভাতার আওতায় আসলে তিনি সর্বোচ্চ ভাতাটি পাবেন বলে জানান শফিউল আলম।

২০১৬ সালের জানুয়ারি থেকে এ ভাতা কার্যকর হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

এমইউএইচ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।