রাজধানীতে পৃথক দুর্ঘটনায় ‍নিহত ৪


প্রকাশিত: ০১:১১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে ও সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। কমলাপুর রেলওয়ে থানা, উত্তরা পশ্চিম ও কাফরুল থানা পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

কমলাপুর রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এফডিসির দক্ষিণ পাশে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় এক যুবক (৩৫) নিহত হয়েছেন।

এদিকে শুক্রবার দুপুর আড়াইটার দিকে কারওয়ান বাজারের রেললাইনে ট্রেনের ধাক্কায় আহত হন অজ্ঞাত পরিচয় আরও একজন যুবক (৪০)। পরে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে বিকেল সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।

অপরদিকে কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে কাফরুল খানার উড়োজাহাজ ক্রসিং সংলগ্ন সড়কে দুর্ঘটনায় আহত হন অজ্ঞাত পরিচয় এক যুবক (৪০)।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে উত্তরা পশ্চিম থানার এসআই সাইফুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৬টার দিকে উত্তরা সাত নম্বর সেক্টরের কসমস ফিলিং স্টেশন সংলগ্ন রাস্তায় সড়ক দুর্ঘটনায় নিহত হন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৪৫)।

শুক্রবার ময়নাতদন্তের জন্য চার জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জেইউ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।